মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। উত্তর ভরাট গ্রামে শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভরাট গ্রামের মিনারুল (২৫), টিপু (২৮), ও সমসের হোসেন। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ ও গ্রামবাসী জানান, শুক্রবার রাতে ভরাট গ্রামের টিপু সুলতানের বাড়িতে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। এ সময় গ্রামবাসী টিপুর বাড়িতে গিয়ে দেখতে পায়- বোমার আঘাতে টিপুসহ তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করলে কর্ত্যবরত ডাক্তার তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা এলাকার চিহিৃত সন্ত্রাসী।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, আহতরা বোমা বানাতে গেলে সেটির বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে বোমা বানানোর আলামত পাওয়া গেছে।

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)