মাগুরা প্রতিনিধি :আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রতি বছর শালিখার বাহিরমল্লিকা খালে স্যালো মেশিন বসিয়ে বালি উত্তোলন করে চলেছে শতখালী গ্রামের বালিখেকো আনিস নামের এক ব্যক্তি।

প্রতি বছরই শুস্ক মৌসুম আসলেই সে সরকারি খাল থেকে বালি উত্তোলন করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় প্রভাবশালী মহল ও প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এ বালু বিক্রির ব্যবসা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও স্যালো মেশিন বসিয়ে সহস্রাধিক ট্রাক বালি উত্তোলন করে ইতিমধ্যেই সে বিক্রি করে দিয়েছে। ওই এলাকার কৃষকরা বিগত কয়েক বছর ধরে বালি উত্তোলন বন্ধের দাবীতে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোন ভাবেই তা বন্ধ হচ্ছে না।

২০১২ ও ১৩ সালে বিষয়টি নিয়ে পত্র পত্রিকায় লেখা-লেখি হলে উপজেলা প্রশাসন বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ করে। কিন্তু দায়ী ব্যক্তিদের কোন শাস্তি না হওয়ায় বার-বার তারা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পুনরায় বালি উত্তোলন করে যাচ্ছে।

এলাকায় গিয়ে দেখা যায় কৃষি জমি ও একটি সরকারি ব্রীজের নিকট থেকে এ বালি উত্তোলন করে বিক্রির জন্য মজুদ করা হয়ছে। মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করার ফলে একদিকে জমির উপরের পানি ধারন ক্ষমতা কমে যাচ্ছে,তেমনি যে কোন সময় ভ’মি ধ্বসে কয়েক একর কৃষি জমি ও প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রীজটি ভেঙ্গে পড়তে পারে। কৃষিজমি ও ব্রীজটি রক্ষায় কারো কোন মাথাব্যাথা নেই।

এ ব্যাপারে প্রতিকার চেয়েএলাকাবাসি প্রশাসনের উর্ধোতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।



(ডিসি/এসসি/নভেম্বর২৭,২০১৪)