স্পোর্টস ডেস্ক, ঢাকা : হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরুর ১৯ বছর পর অবশেষে শেষ হয়েছে। প্যাভিলিয়ন, অফিস কক্ষ, দেয়াল, রঙের কাজসহ সবকিছুর কাজই ইতোমধ্যে শেষের পথে। ঊনত্রিশে নভেম্বর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহর ঘেঁষা দৃষ্টিনন্দন স্টেডিয়ামটিকে ঘিরে নতুন করে আশায় বুক বেঁধেছেন ক্রীড়ামোদীরা। হবিগঞ্জবাসীর স্টেডিয়াম না থাকার দুঃখ ছত্রিশ বছর আগে ঘোচানোর পরিকল্পনা নেয় প্রশাসন। ১৯৯৫ সালে জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে অধিগ্রহণ করা হয় সাড়ে এগারো একর জমি। কিন্তু কাজ শুরু করতে লেগে যায় আরও দীর্ঘ সময়।

নানা প্রক্রিয়া শেষে ২০১২ সালের শুরু হওয়া স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিলো ২০১৪ সালের জুনে। তখন না হওয়ায় তিন দফা বাড়ানো হয় মেয়াদ। ঊনত্রিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফরের দিনই এটি উদ্বোধনের সিদ্ধান্ত নেয় প্রশাসন। তাই শেষ মুহূর্তের কাজগুলো পেয়েছে গতি। সময় মতো কাজ শেষ না হওয়ার কারণ নানা অনিয়ম। তবে সেগুলোর কোনো সমাধান হয়নি, বরং সেগুলো ধামাচাপা পড়ে গেছে সেগুলো। উদ্বোধনের পর স্টেডিয়ামটিতে নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা ক্রীড়া পরিষদ।

(ওএস/পি/অক্টোবর ২৭, ২০১৪)