বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বিএনপি নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোর রাতে দেশী একটি শর্টগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।

মোড়েলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম খান বলেন, মাওলানা আব্দুল খালেক পুলিশের জিজ্ঞাসাবাদে মাটি খুড়ে একটি দেশী শর্টগান ও ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ বের করে দেয়। মোরেলগঞ্জ থানার এসআই মো. হারুন ও এসআই নওশাদ এ অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন বলে ওসি জানান। এঘটনায় মাওলানা আব্দুল খালেকের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এঘটনার আগের দিন বুধবার ভোরে মাওলানা খালেককে তার বাড়ি থেকে পুলিশ আটক করে এবং তার নিকট থেকে ৪টি হাত বোমা উদ্ধার করে।

এ ব্যাপারে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বিএনপি নেতা মাওলানা আব্দুল খালেককে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, মাওলনা আব্দুল খালেককে তার বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান থেকে পরিকল্পিতভাবে পুলিশ আটক করে। বোমা ও অস্ত্র উদ্ধার সাজানো নাটক ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন তিনি।

(একে/এএস/নভেম্বর ২৭, ২০১৪)