চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহর রেলস্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক ফয়সাল আহমেদ শরীফ (২৪) কে পিটিয়ে আহত করেছে অজ্ঞাত যাত্রীরা। ট্রেনের ইঞ্জিনে উঠতে না দেওয়ায় বিক্ষুব্ধ কিছু যাত্রী তাকে মারপিট করে। বুধবার রাত আটটা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর দেড় ঘন্টা ট্রেনটি চাটমোহর স্টেশনে থেমে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রাজশাহীগামী আন্ত:নগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনে থামার পর কিছু যাত্রী ট্রেনের ইঞ্জিনে ওঠার চেষ্টা করে (টিকিট না কেটে কম ভাড়ায় মাঝে মধ্যেই ইঞ্জিনে যাতায়াত করে হকার শ্রেনীর কিছু যাত্রী)। এতে ট্রেনের চালকসহ অন্যরা তাদের ইঞ্জিনে উঠতে বাধা দিলে তারা জোর করে উঠতে যায়। এ সময় ট্রেনের চালক ও গার্ড তাদের ট্রেন থেকে নামিয়ে দেয়। ট্রেনটি রাত ৮টা ১০ মিনিটের দিকে চাটমোহর স্টেশনে থামার পর ইঞ্জিনে উঠতে না পারা বিক্ষুব্ধ ওই যাত্রীরা ইঞ্জিনে উঠে ট্রেনের সহকারি চালক ফয়সাল আহমেদ শরীফকে এলোপাথারী মারপিট করে আহত করে।

চাটমোহর স্টেশনের সহকারী কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, আমরাসহ অন্যান্যরা কর্মচারীরা এগিয়ে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত সহকারী চালককে স্টেশনে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ধরনের ঘটনা সত্যি দু:খনজনক।

আহত চালক ফয়সাল জানান, কারা আমাকে মারধর করেছে তাদের চিনতে পারিনি। তাদের ইঞ্জিনে ভ্রমণ করতে না দেওয়ায় আমাকে মারপিট করেছে বলে মনে হচ্ছে। আমি পাকশী ও রাজশাহী রেল বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। তারাই এই ব্যাপারে ব্যাবস্থা নেবেন।

ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ থাকলে দূর্ভোগে পড়েন ওই ট্রেনের যাত্রীরা। পরে আহত সহকারী চালক সুস্থ্য হওয়ার দেড় ঘন্টা পর রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি চাটমোহর ষ্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।


(এসএইচএম/এসসি/নভেম্বর২৭,২০১৪)