কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় গ্রামীণ ফোনের থ্রিজি ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌর শহরে মনোহরপট্রির গ্রামীণ ফোন কাষ্টমার কেয়ার’র সামনে কেক কেটে থ্রিজি ইন্টারনেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্রামীণ ফোন বরগুনার ডিষ্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মসিউল আলম লিখন।

এর আগে শহরে এক বর্নাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় কলাপাড়ার টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, গ্রামীণ ফোন বরগুনার টেরিটরী অফিসার খায়রুল আলম, টেরিটরী অফিসার সমরেশ রয়, সাংবাদিক এস এম মোশারফ হোসেন মিন্টু, শরিফুল হক শাহীন, মিলন কর্মকার রাজু, গ্রামীণ ফোনের কলাপাড়া ম্যানেজার মাসুদ পারভেজ, হিরা , সোহেল , সজিব, ইমরান, তালহা, গ্রামীণ ফোনের রিটেলারসহ বরগুনা ও কলাপাড়া গ্রামীণ ফোনের ডিষ্ট্রিবিউশন কর্মীরা উপস্থিত ছিলেন।


গ্রামীণ ফোন বরগুনার ডিষ্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার মসিউল আলম লিখন বলেন, কলাপাড়া উপজেলার গ্রামীণ ফোন গ্রাহকরা এখন থেকে আগের চেয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন এবং ভিডিও কলের সুবিধাও পাবেন। এছাড়া দেশ-বিদেশের যে কোন খবর, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটতে ভর্তি পরীক্ষা সহ সকল বিভিন্ন তথ্য জানার পাশাপাশি সরকারী সকল তথ্য আগের চেয়ে দ্রুত জানতে পারবে।

(এমকেআর/এএস/নভেম্বর ২৭, ২০১৪)