রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় দাসপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুধবার পিএসসি’র বিজ্ঞান পরীক্ষা চলাকালে লামচর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পপি আক্তারের দায়িত্ব না থাকা সত্ত্বেও বিনা অনুমতিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের নকলে সহযোগিতা করার সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা তাকে বাধা প্রদান করেন।

এ সময় শিক্ষিকা পপি আক্তার বিষয়টি তাৎক্ষনিক তার ভাই ছাত্রলীগ নেতা মো. মাসুদ আলমকে মোবাইলে অবহিত করেন । পরে ছাত্রলীগ নেতা মাসুদ আলমের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগের উশৃঙ্খল কর্মী নিয়ে ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সাথে অসজৈন্য আচরণ করেন।

সহকারী শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা জানান, শিক্ষিকা পপি আক্তারকে পরীক্ষা কেন্দ্রে অবৈধ প্রবেশ বাধা প্রদান করলে সে ফোন করে তার ভাইসহ অন্যদের নিয়ে আসলে তারা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। আমি কেন্দ্রে দায়িত্ব থাকা অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক ফারুক আহম্মেদকে জানালে তিনি ওই শিক্ষিকার ভাই মো. মাসুদ আলম ও মোরশেদ আলম বাবু নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ আলম ও পৌর ছাত্রলীগ নেতা মোরশেদ আলম বাবুকে আটকের প্রতিবাদে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা বিকেলে রামগঞ্জ-লক্ষ্মীপুর, সোনাইমুড়ি, হাজীগঞ্জ সড়কে গাছ ফেলে অবরোধ করে রাখে। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন জানান, ছাত্রলীগের দুই নেতাকে প্রথমে থানায় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলম জানান, বেশ কিছু শর্তসাপেক্ষে আটকৃকত দুই ছাত্রলীগ নেতাকে সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় ছেড়ে দেয়া হয়।

(এএইচপি/এএস/নভেম্বর ২৭, ২০১৪)