বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে ক্যারিয়ার শেষ হতে বসেছে অস্ট্রেলিয়ার এক রাজনৈতিক নেতার। অস্ট্রেলিয়ার থমাস টাউনের নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নীতিন গুরসাহানি।

এ সময় পর্নো তারকা সানি মেলবোর্ন ট্যুরে অস্ট্রেলিয়া যান। আর নীতিন সানিকে তার রাজনৈতিক প্রচারের কাজে খানিকটা ব্যবহার করেন। আর এটাই নীতিনের সবচেয়ে বড় অপরাধ। এ বিষয়টি প্রকাশিত হওয়ার পর নীতিনের নির্বাচনে দাঁড়ানো বন্ধ হয়ে গেছে। তা ছাড়াও দল থেকে সদস্যপদও বাতিল হতে চলেছে। এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।

এ রাজনৈতিক দল জানিয়েছে, একটা গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও সানি লিওনের সঙ্গে নীতিনের নাম জড়ানোটা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

তারা আরও জানিয়েছে, প্রচার কাজে সানিকে যুক্ত রাখার বিষয়টি নীতিন আনুষ্ঠানিকভাবে তার দলকে জানায়নি। তাই তাকে দল থেকে বহিস্কার করা ছাড়া আর কোনো উপায় নেই।

এ দিকে নীতিন জানিয়েছে, এটি তার পারিবারিক ব্যবসা। সানির ওই ট্যুরের ম্যানেজারের কাজ করতে হয়েছে তাকে। এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই।

(ওএস/এইচআর/নভেম্বর ২৮, ২০১৪)