পাবনা থেকে : আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব-এ কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের মুখে হাসি ফুটাতে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রসারিত করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের ভর্তুকি শুধুমাত্র কৃষকের মুখের হাসি, সুখ ও স্বাচ্ছন্দ তথা দারিদ্র্য বিমোচনের জন্য।

শুক্রবার পাবনার ঈশ্বরদী খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ হতে সরকারি চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ঈশ্বরদীতে উৎপাদিত ভালোমানের চাল শ্রীলঙ্কায় রফতানি করা যেতে পারে বলে মন্তব্য করেন ভূমিমন্ত্রী।

শামসুর রহমান শরীফ বলেন, সরকার ঈশ্বরদী উপজেলা থেকে ৯ হাজার ৯৩০ মে.টন চাল ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, আগামী ডিসেম্বর থেকে চারগুণ অর্থাৎ ৩৮ হাজার মে. টন চাল ক্রয়ের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরো বলেন, কৃষকের উৎপাদিত চাল বেশি বেশি সংগৃহীত হলে তাদের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হবে। ক্রেতা ও বিক্রেতার আর্থিক স্বচ্ছলতায় গতি আনবে।

(ওএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)