মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে যাত্রার নামে অসামাজিক কার্যকলাপ চলায় যাত্রা প্যান্ডেলে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ১২টার দিকে সদর উপজেলার সাধুহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন যাত্রাদলের প্রভাবশালী সদস্য মুকিদ মিয়া (৩৫), মনসুর মিয়া (৩৫), শাহিদ মিয়া (২৮), ওমর মিয়া (৩৫), মুজাহিদ মিয়া (২৮), মমিন মিয়া (৩০), মুজিব মিয়া (৩৫) আওয়াল মিয়া (৩০) ও মানু মিয়া (৩৫)। তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, সম্প্রতি জেলার কয়েকটি স্থানে যাত্রার নামে জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।

এতে কয়েকদিন বন্ধ থাকলেও শুক্রবার যাত্রার নামে পুনরায় জুয়া, উলঙ্গ নৃত্যসহ অসামাজিক কার্যকলাপ চালু হয়। আর এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)