গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সার্পোট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

শুক্রবার সকাল ১০টায় বিপসটে এসে পৌঁছলে ওই ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান তাঁকে স্বাগত জানান। বিপসট প্রাঙ্গনে এসে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে বিপসটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন মার্কিন ওই মার্কিন মন্ত্রী। পরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জাতিসংঘে শান্তি রক্ষা বিষয়ে বিপসটের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। এ সময় বিপসটের সার্বিক কার্যক্রম সম্পর্কে নিশা দেশাইকে অবহিত করা হয় এবং শান্তি রক্ষাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। বৈঠককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ দুই দেশের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ।

(এসএএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)