নিউজ ডেস্ক : রক্ত ও লালা পরীক্ষা করে ১৫ মিনিটের মধ্যেই ইবোলা শনাক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে আফ্রিকার গিনিতে।

সৌরশক্তিচালিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে পশ্চিম আফ্রিকায় ব্যবহৃত বর্তমান পদ্ধতির চেয়ে ছয়গুন দ্রুত গতিতে ইবোলা শনাক্ত করা হবে।

গবেষকরা বলছেন, দ্রুত রোগ শনাক্ত করতে পারলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ভাইরাসটির ছড়িয়ে পড়ার হারও কমানো সম্ভব হবে।

গিনির কোনাক্রির একটি ইবোলা ট্রিটমেন্ট সেন্টারে নতুন এই ইবোলা ভাইরাস পরীক্ষা পদ্ধতির ট্রায়াল চালানো হবে।

বিদ্যমান পদ্ধতিতে রক্তে ইবোলা ভাইরাসের জেনেটিক উপাদান শনাক্তের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু এজন্য ব্যাপক উচ্চ প্রযুক্তির ল্যাবরেটরি দরকার যা ওই টেস্টের উপাদানগুলো খুবই নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে সক্ষম। যা আফ্রিকার বেশিরভাগ দেশগুলোতে নেই।

(ওএস/অ/নভেম্বর ২৮, ২০১৪)