চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আগুন লেগেছে। শনিবার সকালে হাসপাতালের দ্বিতীয় তলার ১২নং ওয়ার্ডে সিটিও সেকশানে আগুন লাগে।

এতে রোগী, চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার চমেক হাসপাতালে আগুন লাগে। চন্দনপুরা ষ্টেশন ও আগ্রাবাদ ষ্টেশন থেকে ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছে।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। তা নিয়ন্ত্রণ করা হয়েছে। বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

(ওএস/এইচআর/মে ০৩, ২০১৪)