সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় এক তরুণীকে আটকে রেখে ধর্ষণ ও হত্যা করা হয়। আর এ ঘটনার সহযোগী হিসেবে দেবহাটা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও তার ছেলের বউ আফরোজা সুলতানা রানীকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, উপজেলার কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল হক ও আফরোজা পারভিনের ছেলে দেলোয়ার হোসেন শাওন।

বৃহস্পতিবার শাওনের শ্যালিকা আসমাউল সুলতানা হুসনা (১৬) আকস্মিকভাবে মারা যাওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়। তবে স্বজনরা লাশের ময়নাতদন্ত ছাড়াই বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করে । তাছাড়া এ ঘটনায় আসমার বাবা আবদুল মজিদও পুলিশের কাছে কোনো অভিযোগ করেনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “শাওন তার স্ত্রী আফরোজা সুলতানা রানীর বোন হুসনাকে দীর্ঘদিন আটক রেখে ধর্ষণ করেছে বলে স্থানীয়দের কাছে অভিযোগ পাওয়ার পর পুলিশ লাশটি আবার হাসপাতালে নিয়ে আসে। সেখানে ময়নাতদন্তের পর জানা যায়, মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার শরীরে ধর্ষণের আলামতও পাওয়া গেছে। তিনি আরও জানান, শাওনের মা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আর শাওনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

(ওএস/জেএ/মে ০৩, ২০১৪)