গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়েতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতি বোমা হামলার ৯ম বার্ষিকী আজ শনিবার। ২০০৫ সালের ২৯ নভেম্বরের  এইদিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২নং হলরুমে জেএমবি জঙ্গি সংগঠনের আত্মঘাতি বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়।

হামলায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান।

বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচার প্রার্থীরা হলেন আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। নিহত আত্মঘাতি জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।

ওই বোমা হামলার দুইদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারো জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে জেএমবির এক আত্মঘাতি সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার ঘটনাস্থলে নিহত হন। এতে কয়েকজন আইনজীবী ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছিলেন।

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম সরকার জানান, জেএমবির বোমা হামলার ৯ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজধারণ ও কালো পতাকা উত্তোলন, নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তব অর্পন, শোকর‌্যালী, স্মরনসভা, মিলাদ ও দোয়া মাহফিল। আজ ২৯ নভেম্বর শনিবার ছুটি থাকার কারণে ১ ডিসেম্বর রবিবার এ সকল কর্মসূচি পালন করা হবে বলে সমিতির সাধারণ সম্পাদক ইস্তেকবাল হোসেন জানিয়েছেন।

(এসএএস/এসসি/নভেম্বর২৯,২০১৪)