গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লি মারা গেছেন। ওই মুসল্লির নাম হাজী  মো. সামসুল হক (৭০)। তার বাড়ি ঢাকার রাজারবাগ এলাকায়।

জানা গেছে, সামসুল হক শুক্রবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুবুর রহমান চৌধুরী জানান, রাত সোয়া ১২টার দিকে সামসুল হককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। দেশ-বিদেশের হাজার হাজার মুসল্লি জোড় ইজতেমায় যোগ দিয়েছেন। মঙ্গলবার মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ইজতেমা। প্রতি বছর বিশ্ব ইজতেমার ৪০দিন আগে পাঁচদিনের এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়।

(এসএএস/এএস/নভেম্বর ২৯, ২০১৪)