পঞ্চগড় প্রতিনিধি : ২৯ নভেম্বর ছিল পঞ্চগড় মুক্ত দিবস। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, জেলা ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, ডেপুটি কমান্ডার ওয়াইসুল কোরায়শি, এম আলাউদ্দিন প্রধান, সদর উপজেলা কমান্ডার ইসমাইল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মুক্তিযোদ্ধারা জানান, মিত্র বাহিনীর আর্টিলারী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সহায়তায় ২৮শে নভেম্বর মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর ওপর তিন দিক থেকে ঝড়ো আক্রমণ চালায়। এ আক্রমণে পাকবাহিনী টিকতে না পেরে সৈয়দপুর অভিমুখে পিছু হটতে থাকে। ওইদিন রাতের সম্মিলিত সাড়াশি আক্রমণে পরাজিত হয়ে পাক বাহিনী পঞ্চগড়ের মাটি ছেড়ে পিছু হটে গেলে ২৯শে নভেম্বর ভোরে পঞ্চগড় হানাদার বাহিনী মুক্ত হয়। সেদিনের ভয়াবহ যুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ প্রায় শতাধিক মিত্র বাহিনীর সদস্য শহীদ হন। আহত হন অনেকে।

(এসএবি/পি/নভেম্বর ২৯, ২০১৪)