স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশের বিপক্ষে মন্থর গতির বোলিংয়ের কারণে সফরকারী জিম্বাবুয়েকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শুক্রবার মিরপুরে অনুষ্ঠিত বসুন্ধরা সিমেন্ট আন্তর্জাতিক ওয়ানডে (ওডিআই) সিরিজের চতুর্থ ম্যাচে। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, এল্টন চিগুমবুরার নেতৃত্বাধীন জিম্বাবুয়ে দল বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় টাইম এলাউন্সের বিষয়টি বিবেচনা করতে হয়েছে। যে কারণে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে দলটির বিরুদ্ধে জরিমানা আরোপ করেছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে বেঁধে দেয়া সময়ের মধ্যে বরাদ্ধকৃত ওভার শেষ করতে না পারলে খেলোয়াড়দের প্রত্যেকের ম্যাচ ফির দশ শতাংশ এবং অধিনায়কের ক্ষেত্রে দ্বিগুন পরিমাণ অর্থ কর্তন করা হবে। সে অনুযায়ী চিগুমবুরার কাছ থেকে ম্যাচ ফির ২০ শতাংশ এবং অন্য খেলোয়াড়দের কাছ থেকে ১০ শতাংশ হারে অর্থ জরিমানা হিসেবে কর্তন করা হবে। এছাড়াও আগামী এক বছরের মধ্যে চিগুমবুরার বিরুদ্ধে যদি ফের একই ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তাকে বরণ করতে হবে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার শাস্তি।

(ওএস/পি/নভেম্বর ২৯, ২০১৪)