রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহা সচিব ও লক্ষ্মীপুর-১ রমগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য লায়ন এম.এ আউয়াল বলেছেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে যে কোন মূল্যেই জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

কোন মানুষ বিনা চিকিৎসা যাতে মৃত্যুবরণ না করে সে বিষয়টি ও নিশ্চিত করতে হবে। সরকার জনগনের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে বদ্ধপরিকর এবং সে লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা, জেলা হাসপাতাল গুলোতে প্রয়োজনীয় সংখক ডাক্তার, নার্স ও কর্মচারী নিয়োগ দিয়েছেন। পর্যাপ্ত পরিমান ঔষধ সমাগ্রী সরবরাহ করা হচ্ছে। তিনি শনিবার সকাল ১১টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের ৫০ শয্যার নতুন ভবনের আন্তঃবিভাগীয় চিকিৎসা কর্যক্রমের উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মো. শাহাজাহান, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. এম জি ফারুক ভূইয়া, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যন আকম রুহুল আমিন, পৌর মেয়র বেলাল আহম্মেদ, কেন্দ্রীয় আ’লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম, প্রমুখ।

(এএইচ/এএস/নভেম্বর ২৯, ২০১৪)