স্টাফ রিপোর্টার : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সমাজে মায়েরা সচেতন হলে শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটবে।

শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও মা সমাবেশে তিনি এ কথা বলেন।

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, আজকের কোমলমতি শিশুরা আগামীতে দেশ ও জাতির কর্ণধার হবে। মেয়ে ও ছেলে সন্তানকে সমান সুযোগ দিলে মেয়েরাও দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখবে। সরকারের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর খোঁজখবর নেয়া সম্ভব নয়। তাই মায়েদেরই সন্তানদের খোঁজখবর রাখতে হবে। সে যেন কোনো কারণে বিপথে ধাবিত না হয়।

মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নারী। এর আগেও দেশের প্রধানমন্ত্রী নারী ছিলেন। কিন্তু এ দেশের নারীদের উন্নয়নের মূল অগ্রযাত্রায় মূলত আওয়ামী লীগ সরকারের অবদানই বেশি। বাংলাদেশের মাথা পিছু আয় বৃদ্ধি পাওয়ার পেছনে আমাদের দেশের নারীদের অবদান অস্বীকার্য। দেশের ৪০ শতাংশ নারী পোশাকশিল্পের সাথে জড়িত এবং দেশের জন্য সুনাম বয়ে আনছে। ’৭১-এর মুক্তিযুদ্ধেও নারীরা অংশ নিয়েছে। তাই নারীরা কোনো অংশেই কম নয়।

মেয়েদের আত্মোন্নয়নের লক্ষ্যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০১৪)