বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। শ্রী দুলাল চন্দ্র মোহন্তকে সভাপতি, মাহমুদ আশরাফ মামুনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

বগুড়া জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন ও সাধারন সম্পাদক সাগর কুমার রায় শনিবার রাতে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন করেছেন।

বগুড়া জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নন্দীগ্রাম উপজেলা যুবলীগের কমিটি গঠনের কথা জানানো হয়েছে। জেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ শেখ নবনির্বাচিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন।


(এসপি/এসসি/নভেম্বর২৯'২০১৪)