ভোলা প্রতিনিধি : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় টেম্পু ও নসিমন সংঘর্ষে নসিমনচালক মোহাম্মদ রাজু (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় টেম্পুর আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। উপজেলার ছোট ডাওরী বাজারের মাস্টার বাড়ি নামক এলাকায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মিনারা (৪৫), ফারিয়া (৭), মনির (১৩), ক্ষিতিশ (৩৫) ও টেম্পুচালক আলাউদ্দিন (৩০। আহতদের উদ্ধার করে স্থানীয়রা ডাওরী বাজারে প্রাথমিক চিকিৎসা দেন। নিহত রাজু উপজেলার সরদার বাড়ির রাসেল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাওরী বাজার থেকে যাত্রীবাহী টেম্পুটি খাশেরহাট যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবাহী নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নসিমনচালক টেম্পুর নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠান হয়েছে। এ ঘটনায় টেম্পুচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/নভেম্বর ৩০, ২০১৪)