নড়াইল প্রতিনিধি :বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী রাষ্ট্রদূত মি. সন্দীপ মিত্র নড়াইলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ বেলা সাড়ে ১১ টায় ভারতীয় সরকারের অর্থায়নে নির্মানাধীন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ৫তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেলের  নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

৩কোটি ৩৭ লক্ষ ৮৫ হাজার টাকা ব্যায়ে ৫০ শয্যার এই ছাত্রী হোস্টেলটি নির্মাণ করা হচ্ছে।

এ উপলক্ষে নড়াইল ভিক্টোরিয়া কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সুবাস বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে ভারতীয় এ্যাসিসটেন্ট হাই কমিশনার মি. সন্দীপ মিত্র নড়াইলের আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন।

উল্লেখ্য যে, ভারতের রাষ্ট্রপতি প্রনব মুর্খার্জীর শ্বশূরবাড়ী নড়াইলে হওয়ায় ভারত সরকারের অর্থায়নে বেশ কিছু উন্নয়নমূলক কাজ নড়াইলে বাস্তবায়িত হচ্ছে।






(টিএআর/এসসি/নভেম্বর ৩০,২০১৪)