শরীয়তপুর প্রতিনিধি :ঘাতক দালাল নির্মূল কমিটির শরীয়তপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শরীয়তপুর বার কাউন্সিল লাইব্রেরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬ টায় শরীয়তপুর বার কাউন্সিল মিলনায়তনে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও শরীয়তপুর পৌরসভার মেয়র আব্দুর রব মুন্সির সভাপতিত্বে শরীয়তপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নতুন কমিটি গঠন কল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। এ্যাডভোকট আবুল কালাম আজাদের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ ম্পাদক অনল কুমার দে, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি শরীয়তপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক কমরেড শফিউল বাশার স্বপন, নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সাংবাদিক কাজী নজরুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ঘাতক দালাল নির্মূল কমিটির ৪১ সদস্য বিশিষ্ট শরীয়তপুর জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে এ্যাডভোকেট আবুল কালাম আজাদকে আহবায়ক করে সাংবাদিক কাজী নজরুল ইসলাম ও আইজীবী পারভেজ রহমান জয়কে যুগ্ম আহবায়ক করা হয়। কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয় এ্যাডভোকেট আজিজুর রহমান রোকনকে। কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলার সকল উপজেলা, পৌরসভা ও কলেজ কমিটি গঠন করে জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহন করেন।







(কেএনআই/এসসি/নভেম্বর ৩০,২০১৪)