লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সিরাজুল ইসলাম নামের এক প্রবাসীর স্ত্রী রিনা আক্তার স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার ৯নং ইউনিয়নের টাকুয়ার চর গ্রামের হামিদ আলী হাজী বাড়িতে। এঘটনায় এলাকাবাসীর মাঝে তোলপাড় চলছে। এ ঘটনায় রবিবার লক্ষ্মীপুর জেলা আদালতে প্রবাসীর বড় ভাই হারুনুর রশিদ বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার এজাহারে জানা যায়, প্রায় ২ বছর আগে ফরিদগঞ্জ উপজেলার আলোনিয়া এলাকার আবু সুফিয়ান বেপারীর মেয়ে রিনা আক্তারের সাথে রায়পুর উপজেলার ৯নং ইউনিয়নের টাকুয়ার চর গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে প্রবাসী সিরাজের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর প্রবাসী সিরাজ সৌদি আরবে চলে যান। পরে তাদের ঘরে একটি ছেলে সন্তান আসেন। কিন্ত রিনা স্বামী প্রায় দুই বছর পার হলেও দেশে না আসায় রিনা মোবাইল ফোনে দিন-রাত বিভিন্ন লোকের সাথে কথা বলে অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। এতে রিনা ফের দুই মাসের অন্তঃসত্তা হয়ে পড়েন। প্রবাসী স্বামী বাড়িতে না আসার পরও অন্তঃসত্তার বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হয়ে গেলে রিনা স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে উধাও হয়ে যায়।

এ ঘটনায় রিনার বাবা আবু সুফিয়ান বেপারী জানান, রিনা চিকিৎসার জন্য ঢাকা তাদের এক আত্মীয়ের বাড়ি উঠেছেন। সুস্থ হলে বাড়ি ফিরে আসবেন।

রায়পুর থানার ডিউটি অফিসার এএসআই সিরাজ বলেন, গৃহবধু উধাও হওয়ার ঘটনায় থানা পুলিশকে কেউ অবহিত করনেনি। আদালত থেকে এখনও কোন মামলার কাগজপত্র আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এমআরএস/এএস/নভেম্বর ৩০, ২০১৪)