মেহেরপুর প্রতিনিধি : পুলিশ জনতা ভাই ভাই সন্ত্রাসীদের রক্ষা নাই এই স্লোগান নিয়ে  মেহেরপুরের বিভিন্ন এলাকায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ওপেন হাউজ ডে। আজ রবিবার দুপুরে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদ চত্তরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

বামন্দী ইউনিয়ন পরিষদের সহযোগীতায় গাংনী থানার আয়োজনে বাংলাদেশ পুলিশ ওপেন হাউজ ডে অনষ্ঠানে সভপাতিত্ব করেন বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বিশেষ অতিথি ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রিয়াজুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, ব্যবসায়ী আল হাজ মতিউর রহমান, ইছার উদ্দিন, সিরাজুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামূল হক, মনিরুজ্জামান আতু সহ স্থানীয় ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে চাঁদাবাজদের অত্যচারে অতিষ্ট ব্যবসায়ীরা। বিশেষ করে ইটভাটা গুলোতে চলছে চাঁদবাজদের মহোৎসব। চাঁদা না দিলে ঘটছে বোমা বিস্ফোরনের ঘটনা সহ মোবাইলে প্রাণনাশের হুমকি। এই সব চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থ্য গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের কাছে সহযোগীতা চান ব্যবসায়ীরা।


প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ তার বক্তব্য বলেন, আজ থেকে আপনারা আর কোন সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে চাঁদা দেবেন না। চাঁদাবাজ সে যেই হোক না কেন হয় সে চাঁদাবাজি বন্ধ করবে না হয় পুলিশের গুলিতে মৃত্যু বরণ করে ময়নাতদন্তের জন্য মর্গে যাবে, বলে তিনি কঠোর হুশিয়ারী দেন। তিনি প্রসঙ্গ টেনে আরো বলেন কয়েকদিন আগে বামন্দীর একটি ইটভাটায় সন্ত্রাসীরা প্রবেশ করেছিল পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছলে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বোমা ছুড়েছিল পুলিশও তার পাল্টা জবাবে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করেছে। তাই পুলিশ আর বসে থাকবে সন্ত্রাসী যে হোক তাদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাড় করানো হবে। চাঁদাবাজ নিমূর্লে পুলিশের সাথে সাথে সকলের সহযোগীতাও কামনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও চিকিৎসক নুরুল হুদা।

(এনবি/এএস/নভেম্বর ৩০, ২০১৪)