টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বলেছেন, পারস্পরিক শিখন কর্মসূচি কর্মশালার শুধু উদ্বোধন নয় আসুন আজ থেকে এক সাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ শুরু করি।



তিনি বলেন, আমরা সকলে সকলের সমসাথী হয়ে কাজ সমাধান করি। সমাজের জন্য ভালভাল কাজগুলো করে আমাদের এই জেলাকে একটি মডেল হিসেবে দাঁড় করাতে চাই।

শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে পারস্পরিক শিখন কর্মসূচি টাঙ্গাইল জেলা নেটওয়ার্ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ব ব্যাংক বাংলাদেশের পরার্মশক মো. সেলিম হোসেন ভূইয়া, জাইকা প্রতিনিধি আসিরা মানাকাতা প্রমুখ।

পারস্পরিক শিখন কর্মসূচি টাঙ্গাইল জেলা নেটওয়ার্ক কর্মশালায় জেলা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।

(এমএনউ/এটি/মে ০৩, ২০১৪)