কুষ্টিয়া প্রতিনিধি : বাসচাপায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আর ওই ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ঝিনাইদহ থেকে ভাড়া করা অর্ধশতাধিক বাস পুড়িয়ে দেওয়ায় পরিবহন ধর্মঘট ডাকে পরিবহণ মালিক সমিতি।
এদিকে শিক্ষার্থীরা মোবাইল ফোনে দাবি করছেন ধর্মঘটের কারণে তারা বিভিন্ন ছোট ছোট ইঞ্জিন চালিত ভ্যান, ইজিবাইকে করে ক্যাম্পাস ত্যাগ করলে কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন রুটে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করছে পরিবহণ শ্রমিকরা।
এ ছাড়া তাদের কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপসহ বিভিন্ন দামি জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বর্তমান প্রেক্ষাপটে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠক চলছে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানা গেছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৪)