ডেস্ক রিপোর্ট : ফেসবুকে প্রোফাইল পিকচার পাল্টেছেন ঘণ্টাখানকে হয়ে গেছে, অথচ লাইক বা কমেন্টস-এর সংখ্যা তলানিতে। কী করে নিজের পোস্টকে সোশ্যাল সাইটে জনপ্রিয় করবেন? তার উপায় নিয়ে এসেছে ‘প্লেগ’। এটি একটি অ্যাপ। এই অ্যাপটি আপনার পোস্টকে সোশ্যাল সাইটে ভাইরাল করার ক্ষমতা দেবে।

এই অ্যাপটি ডাউনলোড করার পর আপনার নির্বাচিত চার বন্ধুর প্রোফাইল ওয়ালে আপনার পোস্টকে সবার ওপরে জায়গা করে দেবে। পোস্টের পাশে লেখা থাকবে, এই পোস্টটি শেয়ার করুন। আপনার বন্ধুরা চাইলে এক ক্লিকে সেই পোস্ট শেয়ার হয়ে যাবে অন্যান্য বন্ধুদের ওয়ালেও।

এক খবরে নিউজউইক জানিয়েছে, আপনার পোস্টকে কাস্টমাইজড করে বন্ধুদের প্রোফাইলে বারবার হিট করাবে প্লেগ। প্লেগ-এর নির্মাতা ল্যা জুডিন বলেন, আমরা চেষ্টা করছি যাতে এই অ্যাপকে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০১, ২০১৪)