গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পঞ্চমবার্ষিকী উপলক্ষে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

সকাল ৮ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখে শিক্ষার্থীদের পক্ষ থেকে উর্বী চাকমা, নাজমূল আলম মুন্না, বিল্লাল খান জীম, শিক্ষকদের পক্ষ থেকে লক্ষণ দেবনাথ ও মিঠুন সিদ্দিকী। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নূরুল হক। উল্লেখ্য যে, ২০০৯ সনের ৩০ নভেম্বর গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কচি-কাঁচা একাডেমী ভস্মিভূত হয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। অদ্যাবধি অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হয়নি।

(এসএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)