নারায়ণগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত সুপ্রিম নিট ওয়্যার গার্মেন্টস ফ্যাক্টরির দূষিত পানি পান করে ডালিয়া (২০) নামে নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়ে আরও শতাধিক শ্রমিক। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের নারায়ণগঞ্জ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত ডালিয়া সুপ্রিম নিট ওয়্যারের নিটিং অপারেটরের কাজ করতেন। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার মৃত্যুর ঘটনার শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে দুপুর সোয়া ১২টা থেকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়ক অবরোধ করে রেখেছে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে রুপু, রুমা, মাইনুর, নিপা, লাইলী, ফারজানা, হালিমা, হাজেরা, পুস্পা, রিমা, রানু, তাসলিমা, নুপুর, তাহমিনা, হ্যাপি, জরিনা, রোমানা, প্রিয়া, মিনা, নাজমা, হাসিনা, লুৎফা এর পরিচয় পাওয়া গেছে। তাদের সবার বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
অসুস্থ শ্রমিকরা জানান, সকাল ৯টায় তারা কাজে যোগদানের পর ডালিয়া অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এ খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে একে একে গার্মেন্টের নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকে। পরে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়।
শ্রমিকরা জানান, গার্মেন্টের পানি পান করার পর থেকেই তারা অসুস্থ হতে শুরু করলে শিল্প পুলিশের সদস্যরা তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে।
সুপ্রিম নিট ওয়্যারের সুপার ভাইজার ইমরান একজন শ্রমিকের মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর ভারপ্রাপ্ত সুপার মাসুদ জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে ডালিয়া নামের এক শ্রমিক অসুস্থ হয়ে মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা হয়তো আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে। পরে শিল্প পুলিশের সদস্যরা গাড়ি দিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়। অসুস্থ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নারায়ণগঞ্জ হাসপাতালের সুপার শফিউল আযম জানান, একজন মারা যাওয়ার কথা শুনে আতঙ্কে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের সবার প্রেসার ও পালস ঠিক আছে।

(ওএস/এএস/মে ০৩, ২০১৪)