মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাহাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর আমীর হোসেন, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক শহীদুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, নারী, দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠির উপর সংগঠিত অন্যায় সমুহের প্রতিকার পেতে ২০১১ সালে জেলায় গ্রাম আদালত কার্যক্রম শুরু হয়। স্থানীয় সরকার বিভাগ ও ইউএনডিপির সহযোগিতায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন জেলার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪ টি ইউনিয়নে গ্রাম আদালত পরিচালনা করছে। জেলা থেকে গ্রাম আদালত চালু হবার পর থেকে বর্তমান সময় পর্যন্ত ৬৬০ টি মামলার মধ্য ৪৪৬ টি মামলা নিস্পত্তি হয়েছে। এ ছাড়া গ্রাম আদালতের মাধ্যমে ৯৭.৫৫ শতাংশ জমির বিরোধ নিস্পত্তি করা হয়েছে যার অনুমানিক মূল্য ৯৩ লাখ টাকা।

(ডিসি/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)