নাটোর প্রতিনিধি : আজ নাটোর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলন সফল করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন স্থল শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর আওয়ামীলীগের সম্মেলন হওয়ার খবরে পুরো জেলায় বইছে উৎসবের আমেজ। এবারে জেলা কমিটির সভাপতি পদে লড়ছেন ৫ জন।

এরা হলেন বর্তমান সভাপতি সাজেদুর রহমান খান, লালপুর ও বাগাতিপাড়া নিয়ে গঠিত নাটোর-১ আসনের সংসদ সদস্য, রাকসুর সাবেক এজিএস অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলা নিয়ে গঠিত নাটোর-৪ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং নাটোর জজ কোর্টির পিপি, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ।

সাধারণ সম্পাদক পদে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম সহ দু’জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্রতিদ্বিন্দ্বি হলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান। ইতিমধ্যে কাউন্সিলর ও ডেলিগেটরদের অধিকাংশ সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম শিমুলের প্রতি সমর্থন জানিয়ে ব্যানার, ফেষ্টুন ও তোরণ নির্মাণ করেছেন। অপরদিকে সভাপতি ও সম্পাদক পদে সমর্থন চেয়ে অন্য প্রার্থীরাও ব্যানার, ফেষ্টুন টানিয়েছে। এদিকে এই সম্মেলনকে কেন্দ্র করে নাটোর শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ছবিসহ ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড ও পোষ্টারে ছেয়ে গেছে ‍পুরো শহর। সম্মেলনে যাতে কোন বিশৃংখলা না ঘটে সেজন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ দলের স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তত রয়েছে।

তৃনমূল নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক শুভানুধ্যায়ীদের মধ্যে নতুন জেলা নেতৃত্ব কে আসবেন তা নিয়ে আলাপ আলোচনা, উৎসাহ উদ্দীপনা যেন কমতি নেই। জেলার ৭টি উপজেলার বিভিন্ন গরুত্বপূর্ণ সড়কে কর্মী সমর্থকরা তাদের প্রিয় নেতা নির্বাচনের জন্য ছবিসহ ব্যানার, ফেষ্টুন দিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দলীয় সুত্রে জানাযায়,২০০৪ সালের ১৬ জুন জেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মুক্তিযোদ্ধা প্রবীন আইনজীবী, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান সভাপতি ও প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখ সাধারন সম্পাদক নির্বাচিত হন।

জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস জানিয়েছেন, সম্মেলন শান্তিপূর্ন ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনে নির্দিষ্ট সংখ্যক কাউন্সিলর ও ডেলিগেটসহ দলের প্রায় ২৫ হাজার নেতা কর্মী উপস্থিত থাকবেন বলে তিনি জানান। সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহম্মদ নাসিম,যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির নানক এমপি,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মাহমুদ স্বপন এমপি,খালেদ মাহমুদ চৌধুরী,রাজশাহী সিটি করপরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

(এমআর/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)