বান্দরবান প্রতিনিধি :বান্দরবান রাজার মাঠে সেনা বাহিনীর উদ্যোগে দিন ব্যাপী চিকিৎসা ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ৩ শহশ্রাধিক গরীব অসহায় মানুষের মাঝে আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে সেনা বাহিনীর মেডিক্যাল টিম বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

পাশাপাশি কম্বল সুয়েটারসহ বিভিন্ন বয়সী শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা ক্যাম্প ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সেনা রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, সেনা মেডিক্যাল কোরের কমান্ডার লেঃ কর্নেল এম সাখাওয়াত হোসেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মুজিবর রহমান, পৌর মেয়র মোঃ জাবেদ রেজাসহ সামরিক-বেসামরিক বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীর বাহাদুর এমপি বলেন, সেনা বাহিনী পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকার দিশারী। দুর্গম অঞ্চল যেখানে এখনো যোগাযোগ ব্যবস্থা অনুন্নত সেখানে সেনাবাহিনীর সহায়তায় পাহাড়ী পল্লী গুলোতে শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে।

সেনা বাহিনীর সেবাব্রত মনমানষিকতা সর্বত্রই প্রশংসিত হচ্ছে। মানব কল্যাণে তাদের ধারাবাহিকতা অব্যহত থাকবে এবং সেনা বাহিনীর সাথে সাধারণ মানুষের দুরত্ব কমে আসবে।

(এএফবি/এসসি/ডিসেম্বর০২,২০১৪)