লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির সম্মেলন সমাবেশের গেইটে আগুন ও মেঘনা হাসপাতাল (প্রা.) এ হামলা-ভাংচুর করেছে মুখোশধারী অজ্ঞাত ৮-১০ দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। হামলা করেই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হচ্ছে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন।

সংশ্লিষ্টরা জানায়, ভোর রাত সাড়ে ৩টার দিকে সম্মেলনস্থল রায়পুর অডিটোরিয়াম গেইটের তোরণের ৭/৮টি স্থানে আগুন ও শহরের সিনেমা হল রোডস্থ পৌর বিএনপির আহ্বায়ক এবং পৌর মেয়র এবিএম জিলানীর মালিকানাধীন মেঘনা হাসপাতাল (প্রা.) এ ইট-পাটকেল নিক্ষেপ ও কাঠ দিয়ে পিটিয়ে হামলা ও ভাংচুর চালিয়ে গ্লাস ভাংচুর করা হয়।

ওই সময় হাসপাতালে থাকা রোগী, তাদের স্বজন কর্তব্যরত ডাক্তার ও নার্সদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। হামলাকারীরা ৮-১০ জনই মুখোশধারী হওয়া কেউ চিনতে পারেনি।

পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র এবং মেঘনা হাসপাতালের চেয়ারম্যান এবিএম জিলানী বলেন, আজকের উৎসাহ-উদ্দীপনার ও শান্তিপূর্ণ বিএনপির সম্মেলনকে বানচাল করতে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া কোনো মহল হয়তো পরিকল্পিতভাবে এ ধরণের ন্যাক্কারজনক হামলা করে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান চৌধূরী বলেন, ভোরে খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। দোষীদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


(এমআরএস/এসসি/ডিসেম্বর০২,২০১৪)