রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে যৌতুকের ৫ লাখ টাকা না পেয়ে মিরাজুল ইসলাম নামের এক পাষন্ড স্বামী তার গৃহবধু আমেনা বেগমকে মধ্যযুগী কায়দা নির্যাতন করে মাথা চুল কেটে ন্যাড়া করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে উপজেলার বোর্ডার বাজার এলাকার চরপাতা গ্রামে। এঘটনায় স্থানীয় লোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন।

সুত্রে জানায়, উপজেলার বোর্ডার বাজার এলাকার চরপাতা গ্রামের খোরশেদ আলমের ছেলে সিরাজুল ইসলামের সাথে রামগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের ইসমাইল গাজীর মেয়ে আমেনা আক্তারের ২০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নানা অজুহাতে সিরাজুল শ্বশুবাড়ী থেকে বিভিন্ন সময় প্রায় ১০ লাখ হাতিয়ে নেয়। গত কয়েক দিন ধরে সিরাজুল ইসলাম ফের শ্বশুবাড়ী থেকে ৫ লাখ টাকা আনতে স্ত্রী আমেনা বেগমকে চাপ সৃষ্টি করে। টাকা আনতে অপারগতা প্রকাশ করলে সব শেষ গত সোমবার বিকেলে আমেনার মুখ ও হাত-পা বেধে পাশবিক নির্যাতন করে। পরে মাথা কিছু চুল কেটে ন্যাড়া করে বসতঘরে বাহির ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন ওই গৃহবধুকে উদ্ধার করে তার বাবার বাড়ীর লোকজনকে খবর দিয়ে মূমুষ আমেনাকে রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে মূমুষ অবস্থায় আমেনার চিকিৎসা চলছে।

রামগঞ্জ সরকারী হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ও মেডিকেল অফিসার গুলময় পোদ্দার বলেন, শক্ত বস্তু দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ও মাথার চুল কেটে ন্যাড়া করে দিয়েছে। মহিলার অবস্থা আশংকাজনক।

এঘটনায় যোগাযোগ করা হলে রায়পুর থানার ওসি/তদন্ত সোলায়মান চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধুর স্বামী পলাতক থাকা তাকে আটক করা যায়নি। এছাড়াও ঘটন্থা স্থানীয় ভাবে মিমাংশার কথা বলা হয়েছে। তবুও ওই গৃহবধু মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



(এমআরএস/এসসি/ডিসেম্বর০২,২০১৪)