রাজশাহী প্রতিনিধি :অবৈধ পথে ভারতে পাচারের সময় ৬ যুবকে উদ্ধার এবং পাচারকারী দলের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহীর চারঘাট মীরগঞ্জ ক্যাম্পের বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত ৬ যুবক হলেন, রাজশাহী জেলার রাওথা গ্রামের আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮), একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে সুমন আলী (১৮), জামাল উদ্দিনের ছেলে মিঠুন আলী (১৬), উপজেলার বড়বড়িয়া গ্রামের দুলাল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (১৮) এবং নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে সবুজ আলী (১৮) একই এলাকার আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম রবি (২২)।

এছাড়াও পাচারকারী দলের আটককৃত দুই সদস্য হলো, ভারতের কেরালা প্রদেশের বালানজেরী থানার ককট্রারামপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম(৩০) এবং বাংলাদেশী নাগরীক রাজশাহী জেলার চারঘাট উপজেলার রাওথা গ্রামের বাবু আলীর ছেলে রাজু আহম্মেদ(২২)। এ সময় ভারতীয় নাগরিক রফিকুলের নিকট থেকে ভারতীয় একটি পাসফোর্ট জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মীরগঞ্জ ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজুর রহমান।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মীরগঞ্জ ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশে ভুমি অফিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতে পাচারের উদ্দ্যেশে জড়ো করা ৬ যুবককে উদ্ধার এবং পাচারকারী ২ জনকে আটক করে। পাচারের কবলে পড়া যুবকরা জানান, তাদের ৬ হাজার টাকা করে পাচারকারী রফিকুল ইসলাম এবং রাজু গ্রহণ করে ভারতের সোয়াবিন ফ্যাক্টরীতে চাকুরীর দেয়ার নাম করে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ব্যাপারে আলাইপুর কোম্পানী কমান্ডার সারোয়ার হোসেন বলেন, ভারতীয় নাগরিক রফিকুল ইসলাম গত ২৭ নভেম্বর পাসফোর্টে ভিসা লাগিয়ে দর্শনা চেক পোষ্ট দিয়ে বাংলাদেশ প্রবেশ করে। এরপর রফিকুল বাংলাদেশী নাগরিক রাওথা এলাকার রাজুর সাথে যোগাযোগ করে মীরগঞ্জ আসে এবং ভারতে বড় বড় কোম্পানীতে বেশি বেতনে চাকুরীর প্রলোভন দিয়ে বেকার যুবকদের পাচার করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করতে সক্ষম হয় মীরগঞ্জ ক্যাম্পের হাবিলদার মোস্তাফিজ। তিনি বলেন, আটককৃদের বাঘা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


(এসএম/এসসি/ডিসেম্বর০২,২০১৪)