গাজীপুর প্রতিনিধি : বহির্বিশ্ব বাংলাদেশকে এক সময় ভিক্ষুকের দেশ হিসেবে জানত। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতার কারণে বিদেশিরা এখন বাংলাদেশকে উন্নয়শীল দেশ হিসেবেই জানে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জের পূবাইলে পরিবার কল্যাণ পরিদর্শিকা ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে চুমকি বলেন, ‘বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নিজেদের দাবি করে। অথচ তারা স্বাধীনতা বিরোধীদের বাঁচাতে উঠে পড়ে লেগেছে। জামায়াতের পক্ষ নিয়ে বর্তমান সরকারের বিরোধিতা করে চলেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।

উল্লেখ্য, প্রতিষ্ঠান দু’টির ভবন নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৪১ কোটি টাকা। আর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩৯ কোটি টাকা।

(ওএস/এএস/ডিসেম্বর ০২, ২০১৪)