নিউজ ডেস্ক : ডাউনলিংকের মাধ্যমে বিদেশ থেকে পরীক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের মেয়াদ পেরিয়ে যাওয়ায় এক বছর পর বেসরকারি টেলিভিশন  ‘চ্যানেল সিক্সটিন’ এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিল তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার এই নির্দেশনার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেডের চ্যানেল সিক্সটিন এর পরীক্ষামূলক সম্প্রচারের অনুমতির মেয়াদ ২০১৩ সালের ৩০ নভেম্বর শেষ হয়েছে এবং তা আর বাড়ানো হয়নি।

“এ অবস্থায় ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড বা অন্য কারো পরিচালনায় চ্যানেল সিক্সটিন এর নামে কোনো টেলিভিশন চ্যানেল কেবল অপারেটর, অনলাইন বা অন্য কোনো মাধ্যমে যাতে সম্প্রচার করা না হয় সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ করা হলো।”

মন্ত্রণালয়ের এই নির্দেশনায় টিভি-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষর রয়েছে।

(ওএস/অ/ডিসেম্বর ০২, ২০১৪)