চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উজেলার কাঠেঙ্গা ও হোগলবাড়ীয়া গ্রামে দু’দিনে এক গৃহবধু ও এক বৃদ্ধা কীটনাশক ও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে রতন হোসেনের স্ত্রী গৃহবধু ববিতা খাতুন (২২) উপজেরার ছাইকোলা ইউনিয়নের কাঠেঙ্গা গ্রামে তার বাবা ইউনুছ আলীর বাড়িতে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করে। তার স্বামীর বাড়ি তাড়াশ উপজেলায়। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মংনা তদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। দাম্পত্য কলহের কারণে সে ইতোপূর্বে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

অপর দিকে সোমবার উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়ীয়া গ্রামের আনছার আলী মোল্লার স্ত্রী উম্মে হানি বেগম (৬৫) নিজ ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত পেটের পীড়া ও মানসিক রোগে ভুগছিলেন। কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপরে থানায় পূথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ০২, ২০১৪)