বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে বরযাত্রি ফেরত পাঠিয়ে একটি বাল্য বিয়ে বন্ধ করেছে প্রশাসন। সোমবার রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে কনের বাবা অলিপুরা গামের সুশীল মন্ডলের বাড়ির উঠোনে উভয় পক্ষের আত্মীয়-স্বজন একত্রিত হয়ে ভোজের আয়োজন করলে উপজেলা নির্বাহি ও বাউফল থানার ওসি সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দিয়ে বরযাত্রিদের ফেরত যেতে বাধ্য করেন।

জানা গেছে, অলিপুরা গ্রামের সুশীল মন্ডলের মেয়ে এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সবিতা রানীর (১২) সঙ্গে পাশের দশমিনা উপজেলার ইন্দ্রোভূষন কবিরাজের ছেলে পরিতোষ কবিরাজের (৪০) পটুয়াখালী আদালতের নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে গত ২৭ নভেম্বর বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সারতে সোমবার রাতে উভয় পরিবারের আত্মীয়-স্বজন সুশীল মন্ডলের বাড়ির উঠোনে একত্রিত হয় ও খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।

এদিকে বাল্য বিয়ের এ খবরে উপজেলা নির্বাহি অফিসার এবিএম সাদিকুর রহমান ও বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার ঘটনাস্থলে ছুটে গিয়ে সব আয়োজন বন্ধ করে উভয় পক্ষের অভিভাবকদের সতর্ক করেন ও বরযাত্রী ফেরত পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘মেয়েটি এ বছর জেএসসি অংশ নিয়েছে। তার বয়স ১৮ বছর হয়নি। নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে মেয়েটির বয়স ২০ বছর দেখানো হয়েছে।’

এ ব্যাপারে সুশীল মন্ডল বলেন, ‘আমি গরীব মানুষ। মেয়ে আমার বিশ পাড় করেছে। গত রাতে ওর বিয়ের অনুষ্ঠানিকতায় জামাই বাড়ির লোকজনের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করছিলাম। প্রশাসনের লোকজন তা বন্ধ করে দিয়েছে। ভাঙচুর করে জামাইসহ (বর) নতুন আত্মীয়-স্বজনদের তাড়িয়ে দিয়েছে।’

(এমএবি/অ/ডিসেম্বর ০২, ২০১৪)