ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : মঙ্গলবার ঈশ্বরদীর রূপপুরে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের প্রাথমিক পাইওনিয়ার বেইস নির্মাণ নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।

প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ কয়েকদিনের মধ্যেই শুরু হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া মন্ত্রী পুলিশ ষ্টেশন, বিদ্যুৎ উপ কেন্দ্র এবং আধুনিক মানের ইনফরমেশন ও মাল্টিমিডিয়া সেন্টার স্থাপনের স্থান পরিদর্শন করেন। মন্ত্রী এসময় বলেন, এই ইনফরমেশন ও মাল্টিমিডিয়া সেন্টার হবে সর্বাধুনিক। যেখান থেকে মানুষ এই প্রকল্প ছাড়াও বিশ্বের সকল প্রযুক্তিগত বিষয়াদি সম্পর্কে তথ্য ও জ্ঞান অর্জন করতে পারবে। তিনি এসময় কবিতার ছন্দে বলেন, ‘প্রযুক্তি করিতে পারে দারিদ্র্য বিমোচন, রূপপুর আজ পরিচিত নাম বিশ্ব দরবারে; চেষ্টা করিলে বাঙালি অবশ্যই পারিবে করিতে জয়’। ঈশ্বরদীর উপজেলা নির্বাহী অফিসার সেলিম হোসেন, প্রকল্পের স্থানীয় অফিসার-ইন-ইনচার্জ রুহুল আমিন, থানার অফিসার ইন চার্জ বিমান কুমার দাস এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/অ/ডিসেম্বর ০২, ২০১৪)