গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের দক্ষিণ খাইলকুর এলাকার প্লাষ্টিকের টিন তৈরির একটি কারখানায় মঙ্গলবার বিকেলে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কারখানার লোকজন ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভায়।

এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার বিসমিল্লাহ ফাইভার নামের প্লষ্টিক ঢেউ টিন তৈরি কারখানায় আগুন লাগে। এসময় স্থানীয়রা এবং খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কার্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন নেভায়। আগুনে বিভিন্ন উপকরণ পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুন নেভানো হয়েছে। তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায় নি।

(এসএএস/অ/ডিসেম্বর ০২, ২০১৪)