কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নারীর প্রতি সহিংসতা নির্মূলে আন্তর্জাতিক দিবস-২০১৪ উদযাপন হয়েছে। বাংলাদেশ পুলিশ কলাপাড়া থানার উদ্যোগে বুধবার সকাল ১০টায় এ উপলক্ষ্যে সচেতনতামূলক র‌্যালী বের হয়।

বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এসএম রাকিবুল আহসান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি বিপুল হাওলাদার, সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, ওসি (তদন্ত) মনিরুজ্জামান, কলাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুল মালেক খান, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবীর, মুসলিম এইডের উপজেলা কর্মকর্তা উম্মে আসমা প্রমুখ। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।

(এমকেআর/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)