চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের ৮২/১৪-টি পিলারের কাছে বুধবার বেলা ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক চলে।

চুয়াডাঙ্গার ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান জানান, পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গোবিন্দপুর ক্যাম্প কমান্ডার এস আই বলজিৎ সিংহ।

বিজিবি পরিচালক আরো জানান, বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, ভারত থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার রোধ, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধ করার বিষয়ে আলোচনা হয়।

(জেএ/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)