শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বুধবার শাহজাদপুর উপজেলা পরিষদের উদ্যোগে কৃষি,স্বাস্থ্য ও শিক্ষার ওপর দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা গভার্ন্যান্স প্রজেক্ট ও স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশার প্রতিনিধি ও এনজিও কর্মীরা  অংশগ্রহন করেন।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিরাজগঞ্জ জেলা শাখার উপ-পরিচালক (উপ-সচিব) তন্ময় দাস। প্রধান অতিথি ছাড়াও কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার ওপর বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল হাই, উপজেলা শিক্ষা অফিসার আকতারুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নাছিম উদ্দিন মালিথা, অধ্যক্ষ আব্দুল আজিজ, সাংবাদিক আতাউর রহমান পিন্টু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বক্তারা স্থানীয় সরকারের অধিনে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার প্রসার ঘটানোর জন্য মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারিদের পাশাপাশি এলাকার মানুষকে সম্পৃক্ত করার জন্য গুরুত্ব আরোপ করেন। এ কর্মশালার পর এদিন প্রাকৃৃতিক দুর্যোগ প্রতিরোধের ওপর প্রামান্যচিত্র প্রদর্শন করে সিরাজগঞ্জ জেলা অনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ সাজ্জাদুর রহমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় দিক নিয়ে আলোচনা করেন।

(এআরপি/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)