মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার পুরাতন বাজার এলাকা থেকে বুধবার বিকালে ডাচ বাংলা মোবাইল ব্যাংকের এক প্রতিনিধির টাকা ছিনতাই করে পালানোর সময় একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে মেহেদী হাসান (২৩), রাশেদুল (২৪), হাসান (২৫)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায়।

ভুক্তভোগী ডাচবাংলা মোবাইল ব্যাংকের প্রতিনিধি উত্তম দাস জানান, তিনি উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে অফিসিয়াল কাজ সেরে মোটরসাইকেলে শ্রীপুর সদরে ফিরছিলেন। বিকাল সাড়ে ৩ টার দিকে গয়েশপুর স্টোন্ডের কাছে পৌছলে তিনজন ছিনতাইকারি অস্ত্রের মুখে তার মোটরসাইকেলের গতি রোধ করে কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনেয়ে নেয়। এ সময় তিনি চিৎকার দিলে গয়েশপুর ইউপি’র কমিউনিটি পুলিশের উপদেষ্টা মোকাদ্দেস হোসেন তার সহযোগিতায় এগিয়ে আসে। এ সময় তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ধাওয়া করে উপজেলার পুরাতন বাজার এলাকা থেকে ওই তিন ছিনতাইকারিকে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, পুলিশ ছিনতাইকারীদের কাছ থেকে বিদেশী পিস্তল গুলিসহ তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার করে এর মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)