গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দু’টি ড্রেজার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই জরিমানা করেন।

জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় একটি প্রভাবশালী মহল ইজারা ছাড়াই কালীগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারণে সেতু, কলকারখানা, বাজার, মানুষের ঘর-বাড়ি জমিজমা হুমকির মুখে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ সোমবার কারীগঞ্জ সড়ক অবরোধ করে। মঙ্গলবার এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে প্রশাসনের টনক নড়ে। বুধবার কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পির নেতৃত্বে পুলিশ শীতলক্ষ্যা নদীতে অভিযান চালায়। এ সময় ড্রেজারের ৯ শ্রমিকসহ দু’টি ড্রেজার আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিউ আল মদিনা ও মা হাওয়াতুন নেছা ড্রেজার প্রতিষ্ঠানকে ৭০ লাখ টাকা জরিমানা করেন। মুচলেকা নিয়ে আটক ড্রেজার শ্রমিকদের ছেড়ে দেন।

ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)