গাজীপুর প্রতিনিধি : পরিবেশ দূষণের দায়ে গাজীপুরের উইন্ডি গ্রুপ ও পিপলস সিরামিকসকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার প্রতিষ্ঠান সমুহের মালিক/প্রতিনিধিকে তলব করে শুনানী শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ওই জরিমানা করেন। কারখানা দু’টি বাইপাস লাইনের মাধ্যমে তরল বর্জ্য পরিশোধন ছাড়াই নদীতে ফেলে আসছিল।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইটিপি বন্ধ রেখে অপরিশোধিত তরল বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতির অপরাধে গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার উইন্ডি গ্রুপকে ২৪ লাখ ও টঙ্গী শিল্প এলাকার পিপলস সিরামিকসকে ২ লাখ জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দু’টির মালিক/প্রতিনিধিরা শুনানীতে অংশগ্রহণ করে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

(এসএএস/পি/ডিসেম্বর ০৩, ২০১৪)