নিউজ ডেস্ক : সারা দিনের ব্যস্ততা শেষে সবাইকে ফিরতে হয় ঘরে। কিন্তু এই গরমে ঘরে এসে যদি ঠান্ডা না হতে পারেন সে সময় আপনার কেমন লাগবে। ঘর ঠান্ডা রাখতে অনেকেরই এসি কেনার সামর্থ নেই। তবে কিছু কৌশল অবলম্বন করে নিজের ঘরকে ঠান্ডা রাখতে পারেন।

পর্দা দিয়ে জানালা ডেকে রাখুন
গরমের সময় সকালের কিংবা দুপুরের রোদ কিছুতেই ঘরে প্রবেশ করতে দেবেন না। ভারী পর্দা দিয়ে জানালা ডেকে রাখুন। ঘরে সূর্যের আলো প্রবেশ করলে ঘর গরম হয়ে যায়। সারা দিন সেই তাপ ঘরের ভেতরে থাকে।

সন্ধ্যার পর জানালা খুলে পর্দা সরিয়ে দিন
বিকেলের দিকে জানালার পর্দা সরিয়ে দিন। এতে ঘরের ভেতরে বাতাস চলাচল করতে পারবে। সেই সঙ্গে ঘরের ভেতর আটকে থাকা তাপ কমে যাবে। ফলে ঘর ঠান্ডা হয়ে যাবে।

রান্না ঘরের দরজা বন্ধ রাখুন
রান্না করার সময় ঘরের সঙ্গে সংযুক্ত রান্না ঘরের দরজা বন্ধ রাখুন। তবে অবশ্যই রান্না ঘরের জানালা ও এর সঙ্গে কোনো বারান্দা থাকলে সেটার দরজা খুলে দিন। এতে রান্নাঘরে উৎপন্ন হওয়া তাপ ঘরের ভেতরে ঢুকবে না।

যতটা কম সময় বাতি জ্বালিয়ে রাখুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে ঘরের অপ্রয়োজনীয় বাতিগুলো নিভিয়ে রাখুন। বাতি জ্বালিয়ে রাখলে ঘর গরম হয়ে যায়।

অযথা কম্পিউটার বা ল্যাপটপ ছেড়ে রাখবেন না
কাজ না থাকলে কম্পিউটার ও ল্যাপটপ বন্ধ করে রাখুন। কম্পিউটার ও ল্যাপটপ প্রচুর তাপ উৎপন্ন করে যা ঘরকে গরম করে ফেলে। তাই কাজ শেষে এসব প্রযুক্তি পণ্য বন্ধ করে রাখুন।

দিনে কমপক্ষে দুবার ঘর মুছুন
ঘরকে ঠান্ডা রাখতে হলে দিনে কমপক্ষে দুবার ঘর মুছতে হবে। দুপুর বেলা একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ঘরটাকে ঠান্ডা পানি দিয়ে মুছে নিলে ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যায়।

ঘরের ভেতরে গাছ রাখুন
ঘর ঠান্ডা রাখতে চাইলে ঘরের ভেতরে প্রচুর গাছ লাগিয়ে রাখুন। সব চেয়ে ভালো হয় যদি জলজ উদ্ভিদ লাগিয়ে দিতে পারেন। শাপলা, পদ্ম, টোপা পানা জাতীয় জলজ উদ্ভিদগুলো ঘরকে ঠান্ডা রাখতে সহায়তা করে।

(ওএস/এটি/মে ০৩, ২০১৪)